নেত্রকোণার লোকজ সংস্কৃতি, বিলুপ্ত প্রায় পূর্ব বাংলার ঘাটু গান
সুর, তাল, লয়সহ মনের ভাব প্রকাশ করাকেই গান বলে। গানের বহু প্রকারভেদ আছে। যেমন ধ্রুপদ, খেয়াল, টপ্পা, ঠুমুরী, গজল, কাওয়ালী, বাউল, ভাটিয়ালী, কীর্ত্তন ইত্যাদি। এ গুলোর মধ্যে ঘাটু গান বাংলার লোকসংগীতের জনপ্রিয় ধারা হিসেবে তার অস্তিত্ব দৃঢ়ভাবে বজায় রেখেছিল। এই ঘাটু গান দিন দিন তার জৌলুস হারাচ্ছে বাংলার সাংস্কৃতিক পরিমণ্ডল থেকে। মূলত এই গান ছিল নিভৃত গ্রামের গান। এক শ্রেনীর মোহনীয় বালককে কেন্দ্র করে গড়ে ওঠা গানকে ঘাটু গান বলা হয়। ধারণা করা হয় ঘাট থেকেই >>>