Monday, July 16, 2012

দাকাক্কা

মুক্তিযোদ্ধাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে আটপাড়া গিয়েছিলামঢাকা থেকে এক তারকা সাংস্কৃতিক ব্যক্তিত্ব অতি সংক্ষিপ্ত কিছু কথা বলেছিলেন, যা আমার মিনি টেপরেকর্ডের ক্যাসেটে রেকর্ড করে রেখেছিলাম বক্তব্যটা ছিল এরকম- "আমাদের দেশে এমন অনেক শিশু আছে যাদের জীবন কাটে, অনাদরে, অনাহারে, অযত্নেতাদের পড়নের কাপড় জোটেনা, অসুক হলে ডাক্তার মেলেনাআনন্দ বঞ্চিত ওইসব শিশুরা সারাদিন শুধু খাটে আর খাটেধনীর শিশু জ্বর হলে ডাক্তার আসেকিন্তু গরীব শিশুরা সামান্য সেবাটুকুও পায়নাধনীর শিশুরা দোলনায় ঘুমায় আর গরীব শিশুরা ঘুমায় বস্তিতে, রাস্তায়-ফুটপাতে, গাছতলায়এর জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি..............।"

বক্তৃতা দেবার সময় ছেঁড়া প্যান্ট, গায়ে ময়লা গেঞ্জি, কাঁধে ঝোলানো অনেক দিনের পুরানো কাপড়ের ব্যাগ পরিহিত একটা লোক আমার ডান পাশে দাঁড়িয়ে মৃদু স্বরে বলতে লাগলেন সব মিথ্যা কথা, সব >>>
আরো পড়ুন >>>